রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না জাবি আলোনসো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩৭ পিএম

রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না জাবি আলোনসো

ছবি: এপি

আজ সোমবার রিয়াল মাদ্রিদ তাদের প্রধান কোচ জাবি আলোনসোর জায়গায় বি–টিমের কোচ আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে।

এই ঘোষণা আসে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারের একদিন পর। এর মধ্য দিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডার আলোনসোর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে আট মাসেরও কম সময়ের এক অস্থির অধ্যায়ের সমাপ্তি হলো।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘ক্লাব ও জাভি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে প্রথম দলের কোচ হিসেবে তার সময়ের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাভি আলোনসো সবসময় মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও শ্রদ্ধা বহন করবেন, কারণ তিনি একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’

ক্লাব আলোনসো ও তার কোচিং স্টাফদের ‘এই সময়ের মধ্যে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার’ জন্য ধন্যবাদ জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

আলোনসোর অধীনে দল ভালো খেলতে না পারায় তিনি চাপে ছিলেন। ভিনিসিয়ুস জুনিয়রের মতো খেলোয়াড়দের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত খবরে বলা হচ্ছিল, তিনি ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।

লা লিগার মাঝামাঝি পর্যায়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

আলোনসোর মতো আরবেলোয়াও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। তিনি ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে ক্লাবটির হয়ে আটটি শিরোপা জিততে সাহায্য করেন, যার মধ্যে দুটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ) এবং একটি স্প্যানিশ লিগ শিরোপা রয়েছে। আরবেলোয়া স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন।

তিনি গত জুন থেকে রিয়াল মাদ্রিদের বি–টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ক্লাবের যুব দলগুলোরও কোচ ছিলেন।

উচ্চ প্রত্যাশা নিয়ে আলোনসো গত মে মাসে রিয়ালে যোগ দেন এবং তার চুক্তি ছিল ২০২৮ সালের জুন পর্যন্ত। তার আগের ক্লাব বায়ার লেভারকুসেনে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুমেই ঐতিহাসিকভাবে জার্মান লিগ ও কাপ—দুটোই জিতেছিলেন। দায়িত্ব নেওয়ার আগের মৌসুমে দলটি বুন্দেসলিগার অবনমন অঞ্চলে ছিল।

খেলোয়াড় হিসেবে আলোনসো ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি শিরোপা জিতেছেন এবং আরবেলোয়ার সতীর্থ হিসেবে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

 

সূত্র: এপি

Link copied!