উত্তরায় আবাসিক ভব‌নে আগুন: নিহতের সংখ্যা বে‌ড়ে ৬

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৭ পিএম

উত্তরায় আবাসিক ভব‌নে আগুন: নিহতের সংখ্যা বে‌ড়ে ৬

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নাম এখনো জানা যায়নি। এছাড়া আরও একজন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া উত্তরার আরেকটি হাসপাতালে দুজনের মরদেহ এবং সর্বশেষ একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ওসি রফিক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দোতলায় অবস্থিত একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজের কারণে হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে তিনি জানান।

Link copied!