এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০১:২৬ পিএম

এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও গোপন তথ্য অবৈধভাবে বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) একজন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এনআইডি সংশোধন, ভুয়া তথ্য সংযোজন এবং নাগরিকদের ব্যক্তিগত ও গোপন তথ্য অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রতি মাসে কোটি টাকারও বেশি অর্থ আয় করতেন।

সিআইডি সূত্র জানায়, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দফতরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Link copied!