অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি অ্যালিসা হিলি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৯ পিএম

অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি অ্যালিসা হিলি

ছবি: আইসিসি

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটের অন্যতম সফল তারকা ও অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আটটি বিশ্বকাপ জয়ের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আগামী ফেব্রুয়ারি–মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজই হবে তার শেষ আন্তর্জাতিক সিরিজ।

ট্রিপল এম ক্রিকেটের জনপ্রিয় পডকাস্ট ‘উইলো টক’-এ হিলি জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করার পর পার্থে অনুষ্ঠিত দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন না হিলি।

অবসরের সিদ্ধান্তের পেছনে মানসিক ক্লান্তি ও দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াইয়ের বিষয়টি তুলে ধরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। হিলি বলেন, অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে আমাকে অনেকটা শুষে নিয়েছে। মাঠে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক থাকতে চাই, জিততে চাই। কিন্তু চোট আর মানসিক ধকল মিলিয়ে এখন সরে দাঁড়ানোটাই সঠিক মনে হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হিলি খেলেছেন ১০টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। ব্যক্তিগত অর্জনেও তিনি সফল—আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দুইবার।

Link copied!