জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৬ পিএম
গণতান্ত্রিক রূপান্তরের পথ রুদ্ধ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা ও অবস্থান সত্ত্বেও বিএনপি ধৈর্যের পরিচয় দেবে।
শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দমন-পীড়নের শিকার হলেও বিএনপির নেতাকর্মীরা কখনো আত্মগোপনে যাননি বা কৌশলের নামে গোপন রাজনীতিতে লিপ্ত হননি। গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের মধ্যেও তারা রাজপথে ছিলেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা ও অবস্থান আমরা দেখেছি। তারপরও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্য দেখাতে চাই।”
ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ এবং গুম হওয়া ও এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের স্মৃতি থেকে গণতন্ত্রপ্রেমী নতুন প্রজন্মকে অনুপ্রেরণা নিতে হবে। তিনি বলেন, বিএনপি এসব পরিবারের পাশে আছে।
তারেক রহমান পুনর্ব্যক্ত করেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদদের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে তাদের স্মরণ করতে পারে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলো রাষ্ট্রের কাছ থেকে যথাযথ সহায়তা পাওয়ার অধিকার রাখে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন একটি মানবিক ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার সুযোগের মুখে দাঁড়িয়ে আছে।
গণতন্ত্রের পথ নষ্ট করতে কিছু মহল নানা অজুহাতে বিতর্ক তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তিনি গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক মতাদর্শের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যারা আবারও গণতন্ত্রের পথ ধ্বংস করতে চায়, তাদের সফল হতে দেওয়া যাবে না।”
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো বেড়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তিনি বলেন,“একই পরিবারের একজন ভাই গুম হলে আরেক ভাই সামনে এসে আন্দোলন আরও জোরদার করেছে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া কোনো দলকে ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে দমন করা সম্ভব নয়।"