নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে নিয়ে বাদাবন সংঘ নারী নির্যাতন বিরোধী পক্ষকাল পালন শুরু করেছে। ২৫ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ক্যাম্পেইন, এই পক্ষকাল ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এই পক্ষকাল উদযাপনের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও বাদাবন সংঘ প্রান্তিক পর্যায়সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।
বুধবার, ২৭ নভেম্বর ঢাকার দৃকপাঠ-এর মিরতাজ ভবনে সারাদিনব্যাপী বিভিন কর্মসূচির আয়োজনের প্রথম পর্বের আর্টক্যাম্প শুরু হয় সকাল ১১টায়।
আর্টক্যাম্পটির উদ্দেশ্য হলো- শিল্পকর্মের মাধ্যমে নারী নির্যাতন এবং সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো।
এই পর্বে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী জাকিয়া শিশির, সাংগাত বাংলাদেশের কো-অর্ডিনেটর সোহানা আহমেদ এবং বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। আর্টক্যাম্পে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ এবং নারায়নগঞ্জ আর্ট ইনস্টিটিউটের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।
নারীর প্রতি সহিংসতা বন্ধে আমরা সবাই সোচ্চার- এই বিষয়ে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রুপশ্রী হাজং, রাজীব শীল এবং আহসানা অঙ্গণা তাদের অনুভুতি ব্যক্ত করেন। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে এই ক্যাম্পেইন আরো কার্যকর করতে পারি।
বাদাবন সংঘ ২০১৬ সাল থেকে নারীর ভূমি অধিকার দাবি এবং রক্ষায় কাজ করে যাচ্ছে। এবারের আয়োজনের মূলভাবনা নারীর প্রাপ্য, নারীর অধিকার, ন্যায্য হিস্যা বাপের ভিটার। নারীর ভূমি অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, নারীর উত্তরাধিকার স্বত্ব প্রাপ্তি বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশিত করা হয়।
দিনের ২য় ভাগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, প্রশিকা, স্পেস, রিক, লাইট হাউজ এবং আওয়াজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত দেন। নারীর প্রতি যেকোন ধরনের সহিংসতা বন্ধে বাদাবন সংঘের এই আয়োজনের প্রশংসা করেন সবাই। নারীর ভুমি মালিকানা দাবির শিক্ষামূলক এই ভিডিওটির সাহায্যে নারী তার উত্তোরাধিকার মালিকানা আদায় সহজ হবে। আদিবাসী নারীদের গানের দল এস মাইনরের গানের মাধ্যমে এই দিনে কার্যক্রম শেষ হয়।