আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২২, ০৮:৪২ এএম

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন হতে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং একই সঙ্গে ৫ জুন হতে ১১ জুন পর্যন্ত পরিবেশ মেলা ও ৫ জুন হতে ৪ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেবেন।

বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রিভার ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি), জেসিআই ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দূষণমুক্ত নদীর দাবিতে মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদীতে এক ‘গণ গোসল’ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

 

Link copied!