এনবিআর চেয়ারম্যান কি নিজেকে সম্রাট ভাবেন, রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ১০:০৭ পিএম

এনবিআর চেয়ারম্যান কি নিজেকে সম্রাট ভাবেন, রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট

ই-অরেঞ্জ থেকে রাজস্ব আদায়ের প্রতিবেদন জমা না দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের (এনবিআর) ওপর উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘উনি (এনবিআর চেয়ারম্যান) কেন আদালতের আদেশ ফলো (অনুসরণ) করছেন না? কারণ কী? উনি নিজেকে কি সম্রাট ভাবেন? যে ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়েছে, তা দাখিল করতে এনবিআরের চেয়ারম্যানকে বলবেন। আমরা লাস্ট চান্স দিলাম।’

রোববার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলেন।

এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন বলেন, ‘বিষয়টি জানাবো।’ পরে এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী ২৭ মার্চ দিন ঠিক করেন আদালত।

আদালতে এদিন রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. আবদুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষে ছিলেন আইনজীবী শামীম খালেদ আহমেদ।

গত ২৯ জানুয়ারি হাইকোর্ট শুনানি নিয়ে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ এবং ই-অরেঞ্জের লেনদেনের বিপরীতে রাজস্ব আদায় বিষয়ে জানাতে স্বরাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রবিবার বিষয়টি শুনানিতে ওঠে।

শুনানিতে এক পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ সোহেল রানার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, যার নম্বরও উল্লেখ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের রিপোর্ট পাইনি।’

এসময় আদালত বলেন, ‘এনবিআরকে জানিয়েছিলেন কি?’ হ্যাঁ সূচক জবাব দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বারবার অনুরোধ করা হয়েছে, গুরুত্ব দেখা যাচ্ছে না।’ আদালত বলেন, ‘এনবিআরেরটিসহ দুটি প্রতিবেদন একসঙ্গে দেবেন।’

একপর্যায়ে আদালত বলেন, ‘এবিআরের চেয়ারম্যান কে?’ তখন আইনজীবী এম আবদুল কাইয়ুম বলেন, ‘আবু হেনা মো. রহমাতুল মুনিম।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘আমরা লাস্ট চান্স দিলাম। এটি দেখুন। বলে দেবেন, এবার প্রতিবেদন না দিলে ডাকা হবে। রেড নোটিশ জারি না হয়ে থাকলে, জারির ব্যবস্থা বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দেখবেন। যে তথ্য চাওয়া হয়েছে, তা দিতে এনবিআরের চেয়ারম্যানকে বলবেন। এ দুটি দেন। বিষয়টি ২৭ মার্চ কার্যতালিকায় আসবে।’

Link copied!