আগস্ট ২৬, ২০২৫, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট বেলা ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তিনি জানান, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’র খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, জনবলকে উৎপাদনমুখী করা হবে। এতে বন্দী নিজেই তার নিজের খরচ বহন এবং পরিবারকে সহায়তা করতে পারবেন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরের পোস্টিং বাণিজ্য রোধে মেধা ও সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।
তিনি জানান, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।