আগস্ট ২৬, ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনী জোটে জামায়াতের সঙ্গে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও জানিয়েছেন, সরকার পতনের আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে।
মঙ্গলবার, ২৬ আগস্ট দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা জানান বিএনপির এ নেতা। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গেও জোট হতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঠুনকো অজুহাতে যেসব দল আগামী জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দু-একটি দল রাজনৈতিক কৌশল হিসেবেই নির্বাচনের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল।’
সংস্কারের জন্য যে সাংবিধানিক পরবর্তন দরকার তা ঐকমত্যের ভিত্তিতে সম্ভব বলে জানিয়ে তিনি বলেন, ‘এখন এসব বিধান বহাল করলে কিছু বিষয় সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। তাই এগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।’