করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা রবিবারের তুলনায় কমলেও শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। বেড়ে গেছে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও।
সোমবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জন মারা গেছেন। রবিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে দেশে করোনায় মোট ২৫ হাজার ৩৯৯ জনের মৃত্যু হলো। রবিবার (২২ আগস্ট) গত ২৪ ঘন্টায় দেশে ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার আগের দিন মারা যায় ১২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন।
এনিয়ে দেশে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ১৫ দশমিক ৫৪। রবিবার (২২ আগস্ট) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮০৪ জন ও শনিবার (২১ আগস্ট) ৩ হাজার ৯৯১ জন রোগী শনাক্ত হন।
এদিকে,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় সোমবার (২৩ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। রবিবার (২২ আগস্ট) গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৪৫৩ জন সুস্থ হয়েছিলেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়।