রাজনৈতিক দলগুলোর সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার প্রস্তাবকে নারীদেরকে জোর করে রাজনীতি করতে বাধ্য করার শামিল উল্লেখ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সোমবার ৩ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাবনায় এ কথা জানায়।
দুইটি দল আলোচনা করে
রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলের নির্ধারিত সময়সূচী অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টা থেকে গণতন্ত্রী পার্টি এবং সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলের সাথে এ আলোচনা সম্পন্ন হয়। রাষ্ট্রপতির সাথে এ দুই দলের সাথে আলোচনার মধ্যবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাথে আলোচনার সময়সূচী থাকলেও, দলটি আগেই জানিয়ে দেয় এ আলোচনায় তারা অংশগ্রহণ করবেনা।
সুনির্দিষ্ট আইন চায় গণতন্ত্রী পার্টি
প্রথম দফায় আলোচনা শেষে গণতন্ত্রী পার্টির প্রতিনিধিদল বঙ্গভবনের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সাথে রাষ্ট্রপতির কাছে তাদের দেয়া প্রস্তাবনা বিষয়ে জানান।
তারা জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনায় তারা নির্বাচন কমিশন গঠনের জন্য সংবিধান অনুযায়ী নির্দিষ্ট আইন প্রণয়নের দাবি করেছেন। একই সাথে সামনের নির্বাচনের আগে সময় স্বল্পতার কারণে আইন প্রণয়ন সম্ভব না হলে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিদের দ্বারা একটি সার্চ কমিটি গঠনের কথা বলেছেন, যারা সংসদের কার্য উপদেষ্টা কমিটির কাছে নামের তালিকা পেশ করবে। কার্য উপদেষ্টা কমিটি সেখান থেকে একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে দেবেন এবং রাষ্ট্রপতি সেই তালিকা থেকে নির্বাচন কমিশারদেরকে নিয়োগ দেবেন।
নির্বাচন কমিশনে নবীনদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি
অন্যদিকে, গণতন্ত্রী পার্টির সাথে নির্ধারিত সময়সূচী অনুযায়ী আলোচনার পর রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলের সাথে তার আলোচনাপর্ব শুরু হয়। আলোচনা শেষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদল জানান, নির্বাচন কমিশন গঠনের জন্য সাংবিধানিক আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে। একই সাথে তারা বলেছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে যাতে এই কমিশন গঠন করা হয়।
একই সাথে রাষ্ট্রপতির কাছে দেয়া প্রস্তাবনায়, রাজনৈতিক দলগুলোর সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার প্রস্তাবকে নারীদেরকে জোর করে রাজনীতি করতে বাধ্য করার শামিল উল্লেখ করতে এ নিয়মটিকে তারা ঐচ্ছিক করার আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপতির সাথে এ আলোচনায় দুটি দলেরই সাতজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।