বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০৬:৫৩ পিএম

বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া মরদেহটি কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবের (৫১)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিপ্লব আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য। বিপ্লব পেশায় কৃষি খামারি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলার ছোট ইলাশপুরে।

ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান আলী বলেন, ‘গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন দুরন্ত বিপ্লব। গতকাল শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে মরদেহ শনাক্ত করেন তারা। মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের মতামতের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিপ্লবের লাশ উদ্ধারের পর তার ছোটবোন শ্বাশতী বিপ্লব এক ফেসবুক পোস্টে লেখেন, ‘এমন মৃত্যু ভাইয়া ডিজার্ভ করে না। কোনোদিন না। নারায়ণগঞ্জের পাগলাঘাটে কচুরিপানার উপর এমন অসহায়ভাবে ভেসে থাকতে পারে না দুরন্ত বিপ্লব নামের কিংবদন্তিতুল্য ভাইটা আমার। ’

তিনি আরো লেখেন, ‘নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে এখন। আমরা কাল রাত ৩টায় সেই ছবি দেখে এসেছি। ৭ তারিখেই ও চলে গেসিল আমাদের ছেড়ে। কামরাঙ্গীরচর থেকে পাগলা পর্যন্ত ভেসে যেতে ওর ৫ দিন লেগেছে। ’

এর আগে গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন। সেদিন বান্ধবী বুশরাকে রামপুরায় পৌঁছে দেওয়ার পর তাঁর আর হদিস পাওয়া যায়নি। ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

Link copied!