জুলাই ২, ২০২৩, ০৮:২১ পিএম
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় ট্রাকে ৬০ টন ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে এসেছে। প্রতি টন কাঁচা মরিচের এলসিমূল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০ টাকায় বিক্রি করা সম্ভব।
ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, রবিবার সকাল থেকে কাঁচা মরিচের কয়েকটি ট্রাক প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও প্রবেশ করবে। একটু সময় লাগবে।
ভারত থেকে কাঁচা মরিচ আসার খবর শুনে দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের মরিচের বাজারে এক দিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। গতকাল শনিবার মরিচ ৪০০ টাকা কেজি হলেও আজ রোববার ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হয়েছে। প্রথমে ৩৭০ টাকা দরে বিক্রয় হলেও পরবর্তীকালে মরিচের দাম কমে যায়।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশের বাজারে ঈদের আগে থেকে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ ০.৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস প্রদান করছেন। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজির মূল্য ৩২.২০ টাকা পড়ে। মোট শুল্ক হার ৫৮.৬০ শতাংশ। কাঁচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাস দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।