শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৫৮ এএম

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১২ মিনিটে আমরা খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ১টি ইউনিট বিমানবন্দরে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। 

Link copied!