শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র অধিকারের মশাল মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ১১:৪৭ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্র অধিকারের মশাল মিছিল

গণপরিবহনে ‘হাফ পাসের’ (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় ঢাকা কলেজের সামনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে এতে অংশ নেন পরিষদের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদ সভাপতি অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্র, কিন্তু তাদের হাফ-পাস লাগে না। কারণ তাদের তথাকথিত বড় ভাইয়েরা বাস মালিকদের কাছ থেকে মাসিক মাসোহারা পান। বাসমালিকরা যদি হাফ-পাস চালু করেন তাহলে তাদের চাঁদার পরিমাণ কমে যাবে। আর তাই তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতেও দ্বিধাবোধ করে না।”

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার পথে ঢাকা কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের খবর পাওয়া যায়।

Link copied!