সন্ধ্যার পর তীব্র ঠাণ্ডা হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। দুপুরের পরও সূর্যের দেখা না মেলায় কুয়াশা সরে না। এর মধ্যেই হেডলাইট জ্বালিয়ে বিপদজনকভাবে চলে যানবাহন। উত্তরাঞ্চলের এলাকাগুলো কয়েক দিন ধরে শীতের তীব্রতায় এমনই দুর্ভোগে কাটছে জনজীবন।
রোববার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুরে। তাপমাত্রা নেমে গেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারাদেশে শীত জেঁকে বসবে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, শৈত্যপ্রবাহ কয়েকদিন বিরাজ করবে এই অঞ্চলে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে মঙ্গলবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলে এর প্রভাবে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।