সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৩:০৭ এএম

সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

আজ সোমবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এবং পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার (৩মে) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান।

এবার ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

তবে বৈরী আবহাওয়া না থাকলে সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী- সকাল সাতটায় প্রধান জামাতের সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমাম হিসেবে থাকবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।   

এর আগে, গতকাল রোববার বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবারই উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর। রবিবার রাত পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ গত রবিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে আজ। তবে, ব্যতিক্রম ছিল আফগানিস্তান। দেশটিতে গত শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে রমজান মাস শেষ হয় ২৯ দিনে। সেই অনুসারে দেশটিতে গত রবিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। 

Link copied!