বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুর রউফ তালুকদার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ১১:০৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুর রউফ তালুকদার

আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্ব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) বিকেল তিনটার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছিলেন না গভর্নর আব্দুর রউফ।

এর আগে গত বুধবার একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ৪ ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তর প্রধানের পদ ত্যাগের দাবিতে মিছিল করেন। এ ছাড়া তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং শীর্ষ আরও ৪ কর্মকর্তাকে ‘পদত্যাগে রাজি’ করান। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, কোনও সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।

তারা জানান, ব্যাংক খাতের ভঙ্গুরতার কারণে দেশে অর্থনীতির আজ এই খারাপ অবস্থা তৈরি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির জন্য মানুষ কষ্টে আছে। এখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করে অবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা।

ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেন, গভর্নরসহ বিভিন্ন অনিয়মে দায়ী কর্মকর্তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া অনিয়মে যেসব নির্বাহী পরিচালক সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।

২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে ৪ বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি ওই বছরের ১২ জুলাই যোগ দিয়েছিলেন। গভর্নর হিসেবে যোগদানের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন তিনি। দেশের রাজনৈতিক পালাবদলের আগে তিনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন সদ্যপদত্যাগকারী আব্দুর রউফ তালুকদার।

Link copied!