খাদ্য সংকট ঠেকাতে

২০ লাখ টন গম কিনছে সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৪, ০৯:৫৮ এএম

২০ লাখ টন গম কিনছে সরকার

প্রতীকী ছবি

ইরান ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে চলতি এবং আগামী অর্থবছরে ১০ লাখ করে ২০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে গম আমদানির জন্য রাশিয়ার সাথে সরকার টু সরকার (জিটুজি) চুক্তি করা হয়েছে।

চলতি অর্থবছর কেনা ১০ লাখ টন গমের মধ্যে রাশিয়া থেকে আসছে সাড়ে আট লাখ টন। এর মধ্যে ছয় লাখ টন জিটুজির মাধ্যমে এবং আড়াই লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। এছাড়া বুলগেরিয়া, ইউক্রেন ও উরুগুয়ে থেকে ৫০ হাজার টন করে মোট দেড় লাখ টন গম আমদানির চুক্তি করেছে সরকার। দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তবে উন্মুক্ত দরপত্র ছাড়া জিটুজি পদ্ধতিতে গম কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে। জিটুজি পদ্ধতিতে আমদানি হলেও এতে কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা থাকায়  তারা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন।  

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান ফসল বোরো হলেও এর উৎপাদন খরচ অনেক বেশি। এছাড়া বেরো উৎপাদনে বিদ্যুৎ ও ডিজেল খরচ করতে হয়। কিন্তু বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করতে হয় জ্বালানি। ইরান ও ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়লে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তখন বোরো উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। তাই বর্ষা মৌসুমে উৎপাদিত আমন ও আউশ ধানের চাষাবাদ বাড়াতে হবে। কারণ আউশ ও আমনে জ্বালানি খরচ নেই। সুতরাং সরকারকে এ বিষয়ে নজর দিতে হবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়েছে গোটা বিশ্ব। আবারও নতুন করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তিত সবাই। 

Link copied!