অক্টোবরে আরব আমিরাত থেকে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স

অর্থ-বাণিজ্য ডেস্ক

নভেম্বর ৬, ২০২৩, ১১:২৫ এএম

অক্টোবরে আরব আমিরাত থেকে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স

চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। ফাইল ছবি

গেল মাসে চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। যা ১৯৭ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা পাঠিয়েছেন সবচেয়ে বেশি রেমিট্যান্স। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

রবিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, ‍যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ কোটি ৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।

আর ‍‍যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান ও বাহরাইন থেকে অক্টোবরে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৩ কোটি ৪৫ লাখ ৯০ হাজার, ১৮ কোটি ৩৯ লাখ ৮০ হাজার, ১৭ কোটি ৮২ লাখ ৮০ হাজার, ১৫ কোটি ২০ লাখ ২০ হাজার, ১২ কোটি ৫৫ লাখ ১০ হাজার, ১০ কোটি ১০ লাখ ৬০ হাজার, ৭ কোটি ৪২ লাখ ৯০ হাজার ও ৫ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। ঢাকায় রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৮৬ লাখ ডলার। 

এ ছাড়া চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কেটি ৮৭ লাখ ডলার। সিলেট বিভাগে ২২ কোটি ১১ লাখ ডলার, খুলনা বিভাগে ৮ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৬ কোটি ৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ১২ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৮১ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬০ লাখ ৩০ হাজার ডলার।

এ ছাড়া অক্টোবরের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে দেশে এসেছে ৩২ কোটি ৮২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ২১ থেকে ২৭ অক্টোবরের মধ্যে দেশে এসেছে ৩৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরের ১৪ থেকে ২০ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রেমিট্যান্স এসেছে ৪৫ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। আর ১ থেকে ৬ অক্টোবর দেশে এসেছিল ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

Link copied!