মোবাইল ফোনে প্রতি ১০০ টাকার টকটাইম পেতে ১৩৩ টাকা ২৫ পয়সার স্থলে এখন রিচার্জ করতে হবে ১৩৯ টাকা। ১০০ টাকা রিচার্জের জন্য ২৮ টাকা শুল্ক-কর পাবে সরকার। ফলে সাধারণ গ্রাহক ব্যবহার করতে পারবেন ৭২ টাকা। এছাড়া ইন্টারনেট সেবা ও মোবাইল ফোনের কল রেট সম্পূরক শুল্ক বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন টকটাইম ও ইন্টারনেট সেবায় ১৫ শতাংশ ভ্যাট চালু আছে। বাজেটে যা আরও ৫ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। ফোনে রিচার্জের সময় এই টাকা কেটে রাখা হয়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় বাজেট বক্তৃতায় এর উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।
মোবাইলের কল রেট ও ইন্টারনেট সেবার ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের আগে ২০১৫-১৬ অর্থ বছরে মোবাইল ফোনে কল রেটের ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক ও অতীতে কয়েক দফায় বাড়িয়ে তা ১৫ শতাংশে উন্নীত করা হয়েছিল।
মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্কহার বাড়ানোর সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে বলে খাতসংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিল পর্যন্ত মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ছিল ১৯ কোটি ৩৭ লাখ। তবে এক ব্যক্তির একাধিক মুঠোফোনের হিসাবও এখানে অন্তর্ভুক্ত। সারাদেশে এখন ১২ কোটি ৫১ লাখ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করা হয়।