আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২২, ০৫:৩৬ এএম

আগস্টের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ৮১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বৃহস্পতিবার  বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর অঅগে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এটি গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট কাটাতে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলমান ধারা অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়বে। তবে আন্তঃব্যাংক মুদ্রাবাজার এবং খোলা বাজারে ডলারের দামের পার্থক্য কমাতে পারলে এর সুফল প্রবাসী আয়ে পড়বে।

তারা আরও বলছেন, রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকলে ডলারের সংকট অনেকটা কেটে যাবে। তাতে ডলারের বাজারেও অস্থিরতা অনেকটা কমবে।

এদিকে, সংকটের কারণে দিন দিন ডলারের দাম বাড়ছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলার বিনিময় হয়েছে ৯৪.৯৫ টাকায়। খোলা বাজারে প্রতি ডলার ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, গত ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আলোচ্য অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি ১ লাখ, সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬৭ লাখ। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Link copied!