জুন ১২, ২০২৩, ০৩:১৬ এএম
দেশের বাইরে কার্ডে মোট ব্যয়ের ২৫ শতাংশই হয় শুধু ভারতে। চিকিৎসা, ভ্রমণ, ক্ষুদ্র ব্যবসার কেনাকাটা ও শিক্ষা বাবদ এসব ব্যয় হয়ে থাকে।
মার্চ ২০২৩ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী ভারতে কার্ডে ব্যয় সর্বোচ্চ। দ্বীতিয় মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় থাইল্যান্ড, চতুর্থ দুবাই ও পঞ্চম স্হানে সিঙ্গাপুর।
কার্ডে খরচের প্রবণতা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মার্চ মাসে ভারত ভ্রমণে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছেন ১০৩ কোটি টাকা। আর ফেব্রুয়ারীতে এ ব্যয় ছিলো ৭৩ কোটি টাকা।
মার্চ মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ব্যয় করেছেন প্রায় ৫১ কোটি টাকা। একই মাসে থাইল্যান্ডে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৪২ কোটি টাকা। এরপর দুবাই ও সিঙ্গাপুরে যথাক্রমে ৪১ ও ৩৪ কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছেন বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে মার্চ মাসে দেশে ও দেশের বাইরে ক্রেডিট কার্ডে মোট ব্যয় হয়েছে ২ হাজার ৬৫২ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা বৈদেশিক মূদ্রায় ব্যয় করেছেন মোট ৬১০ কোটি ৬০ লাখ টাকা।
সর্বশেষ হিসেবে দেশে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের সংখ্যা ২১ লাখ ৭৮ হাজার ৪৬ টি। এসব কার্ডে মার্চ মাসে লেনদেনের সংখ্যা ৪০ লাখ ৪৯ হাজার ১১০ টি।
আর দেশে ইস্যুকৃত ডেবিট কার্ড আছে ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫ টি। এসব কার্ডে মার্চ মাসে লেনদেনের সংখ্যা ৪ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৮৪৫ টি। মোট লেনদেনের পরিমান ৪২ হাজার ২৫৯ কোটি ৬০ লাখ টাকা।
এর বাইরেও প্রি-পেইড কার্ড আছে ৩৭ লাখ ৪৫ হাজার ৩৫৭ টি। মার্চ মাসে এসব প্রি-পেইড কার্ডে লেনদেন হয় ৫ লাখ ৪৪ হাজার ৯৭৩ টি। আর্থিক অংকে এর মূল্য দাড়ায় ৩২৬ কোটি ৩০ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কানাডা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও ব্যয় করেছেন।