রাবিতে করোনা শনাক্তের হার ৫৭.৩৫ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২২, ০৯:২৪ এএম

রাবিতে করোনা শনাক্তের হার ৫৭.৩৫ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ৬৮টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনেরই নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বুধবার রাতে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রশাসনের নির্দেশ অনুসরণের অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান জানান, গত মঙ্গলবার ও বুধবার আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য ৬৮টি নমুনা সংগ্রহ করেছিলাম। এর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। যা মোট নমুনার ৫৭ দশমিক ৩৫ শতাংশ।

তিনি বলেন, “এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকলের মধ্যেই করোনার ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভ্যারিয়েন্টে কারও তেমন কোনো ক্ষতি হবে না।”

Link copied!