ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:০৭ পিএম
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এজিএস পদপ্রার্থী তামজিদ ইমাম অর্নব তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোমবার এক ভিডিও বার্তায় তামজিদ ইমাম অর্নব জানান, সার্বিক পরিস্থিতি ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের এজিএস পদপ্রার্থী বিএম আতিজুর রহমান তানজিলকে সমর্থন দিচ্ছেন। তানজিলের ব্যালেট নম্বর ৬।
তিনি বলেন, যারা তার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের প্রার্থী বিএম আতিজুর রহমান তানজিলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।
এছাড়া তামজিদ ইমাম অর্নব জানান, তিনি নিজেও আগামীকাল তানজিলের পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন।