কোটা বাতিলের দাবিতে ঢাবি-রাবি ও ঢাকা কলেজে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৪, ০১:২৮ পিএম

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদে সারাদেশে গত ৩০ জুন থেকে আন্দোলন শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেল তিনটায় সারাদেশে বিক্ষোভের কথা আছে। গতকাল শুক্রবার আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল থেকে বের করে দেওয়ার খবরে রাতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে শনিবার (৬ জুলাই) সকালে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্যারিস রোডে বিক্ষোভ করতে থাকেন। কোটা বাতিলের দাবিতে পরবর্তীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে রাবি শিক্ষার্থীরা।

হল থেকে বের করে দেওয়ার অভিযোগে রাত থেকেই বিক্ষোভ

বৃহস্পতিবার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সারজিসকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর শুক্রবার রাতে তাকে হল থেকে বের করে দেওয়ার খবর গণমাধ্যমে আসে। সারজিসের দাবি, কোটাবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় তাকে অমর একুশে হল শাখা ছাত্রলীগের কমিটির নেতারা হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

কোটা বাতিলের দাবিতে ঢাকা কলেজের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ক্যাম্পাসে এই খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা একুশে হলের সামনে জড়ো হয়ে কোটাবিরোধী বিক্ষোভের সমর্থনে স্লোগান দিতে থাকেন। সারজিসকে কেন হল ত্যাগে বাধ্য করা হলো, প্রভোস্টের কাছে তার জবাব চেয়ে শিক্ষার্থীদের চিৎকার করতে দেখা গেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সাঈদ।

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকর্মীদেরকে বলেন, ‍“আমরা কাউকে হল ছাড়তে বাধ্য করিনি। হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। কাউকে হল ছাড়তে বাধ্য করার জন্য আমরা কোনও নির্দেশ দিইনি।”

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে হলের প্রভোস্ট বলেন, “এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। কাউকে হল থেকে বের করে দেওয়ার কোনও বিষয় নেই।”

২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডট লাইভের নিজস্ব প্রতিবেদক জানান, কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা কলেজে বৃহস্পতিবার থেকে শুরু হয় বিক্ষোভ। শনিবার বেলা ১২টার দিকে তৃতীয়দিনের মতো বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এরপর মিরপুর সড়ক হয়ে নীলক্ষেত মোড় ঘুরে কলেজের মূল ফটকে এসে মিছিল শেষ করেন তারা। মিছিলে তাদেরকে শ্লোগান দিতে শোনা যায়।

কোটা বাতিলের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি জানান, শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হয়ে শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সময় ‘১৮’র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘মেধাভিত্তিক নিয়োগ চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই’, ‘ছাত্রদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

পরবর্তীতে প্রায় দুই হাজার শিক্ষার্থী ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান গ্রহণ করেন। এর আগে গত ৩০ জুন এবং ১,২ ও ৪ জুলাই কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভে রাবি শিক্ষার্থীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ২০ কি.মি. যানজট

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

শনিবার সকাল ১০টার দিকে শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষ করেন তারা।

দুই ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট দেখা দেয়।

Link copied!