সাকিব আল হাসান যেন ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারে সেজন্য সরকার ব্যবস্থা নেবে বলে আজ শারজায় জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
বাংলাদেশ নারী ক্রিকেট দল শারজায় স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। সেখানে আসিফ আজ গেছেন। তিনি বলেছেন, `আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব। তিনি এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি চাই সেই সুযোগ তিনি পান।`
সাকিব টি-টোয়েন্টি আর খেলবেন না। ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। আর ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়তে চান তিনি।