৬ষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি বুয়েট শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২৪, ০৬:৩৫ পিএম

৬ষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি বুয়েট শিক্ষার্থীরা

প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা প্রবেশের ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১ অক্টোবর) ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক শিক্ষক-শিক্ষার্থী।

জানা যায়, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শিক্ষার্থীদের বুয়েট ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা ৬ষ্ঠ দিনের মত বর্জন ঘোষণা করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর‍‍` ২০২৪ তারিখ রাতে বুয়েটের সোহরাওয়ার্দী ও ড. এম এ রশিদ আবাসিক হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাদিকুর রহমান, আইডি নং -১৯০৪১০৭, সামিউর রহমান, আইডি নং -১৯০৪১০৮ এবং তানজিম আলম, আইডি নং -১৯০৪১২০ শিক্ষার্থীরা হলে উঠলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন এবং সে সময় থেকেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

পরবর্তীতে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন অভিযুক্ত শিক্ষার্থীদেরকে সাময়িকভাবে হল থেকে বের করে দেয় বলে জানা যায়।

অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অভিযুক্তরা। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে বলে জানা যায়। 

Link copied!