অটোপাসের দাবিতে বিক্ষোভ ডিগ্রির শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৭:২০ পিএম

অটোপাসের দাবিতে বিক্ষোভ ডিগ্রির শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অটোপাসের দাবিতে বিক্ষোভ করেছে ডিগ্রির শিক্ষার্থীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ডিগ্রিবৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ এখনও শেষ হয়নি।

বেশিভাগ শিক্ষার্থী নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান।

তারা আরো বলেন, জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনেক সময় চাকরি ছেড়ে দিতে হয়। তাই ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

Link copied!