এসএসসির গণিতে ব্যাপক ধ্বস

জাতীয় ডেস্ক

মে ১৩, ২০২৪, ০৬:৫৪ পিএম

এসএসসির গণিতে ব্যাপক ধ্বস

প্রতীকী ছবি

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে ফেইলের হার বেশি।

রোববার (১২ মে) প্রকাশ হওয়া এসএসসির ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের এসএসসিতে গণিতে নয়টি সাধারণ ও মাদরাসা শিক্ষা বোর্ড মিলে ফেইল করেছে ৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী। সংখ্যায় যা প্রায় ১ লাখ ৬৬ হাজার ৬০২।

গণিতে ফেইলের হার

গণিতে ফেইলের হার বেশি হওয়ার কারণ হিসেবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব ও প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের গণিতের ওপর দুর্বলতা গণিতে খারাপ ফলে রসদ জুগিয়েছে।

আরও পড়ুন: সন্তান অকৃতকার্য হলে কী করবেন

গণিত ছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে ফেইলের হার বাংলায় ১ দশমিক ৮৫, ইংরেজিতে ৪ দশমিক ৭৭, পদার্থবিজ্ঞানে ২ দশমিক ৩৫, রসায়নে ১ দশমিক ৯০, আইসিটিতে ২ দশমিক শূন্য ৪, হিসাববিজ্ঞান ও পৌরনীতিতে ২ দশমিক ৮৫ শতাংশ।

অন্যান্য বিষয়ের ফেইলের হার

বোর্ডভিত্তিক ফলে গণিত বিষয়ে সব থেকে খারাপ করেছে মাদরাসা বোর্ড। এই বোর্ডেরই একেবারে কাছাকাছি আছে ঢাকা বোর্ড। দুই বোর্ডেই গণিতে ফেইলের হার যথাক্রমে ১২ দশমিক ৬৪ ও ১২ দশমিক ২৮ শতাংশ।

বোর্ডভিত্তিক ফল

উল্টো দিকে গণিতে সবচেয়ে ভালো করেছে যশোর বোর্ড। বোর্ডটিতে এবার পাশের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ।

আরও পড়ুন: এসএসসিতে পাশের হার ৮৩.০৪, এগিয়ে মেয়েরা

রাজশাহী বোর্ডে গণিতে ফেইলের হার ৬ দশমিক ২৬, কুমিল্লা বোর্ডে ১২ দশমিক শূন্য ৪, চট্টগ্রাম বোর্ডে ৭ দশমিক ৬৩, বরিশাল বোর্ডে ৭ দশমিক শূন্য ৪, সিলেট বোর্ডে ৬ দশমিক ৩৯, দিনাজপুর বোর্ডে ১১ দশমিক ৯০ ও ময়মনসিংহ বোর্ডে ১০ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: এসএসসিতে ছেলেরা কেন পিছিয়ে, গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, “শিক্ষার্থীরা পরীক্ষায় কেন খারাপ ফল করল, সেটা নিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করবো। খারাপ ফলের কারণ খুঁজতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

Link copied!