ডাকসুতে অনুষদভিত্তিক সংসদ চায় ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:৩৪ পিএম

ডাকসুতে অনুষদভিত্তিক সংসদ চায় ছাত্র ইউনিয়ন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শতভাগ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ডাকসুর কার্যপরিধি একাডেমিক স্তর পর্যন্ত বিস্তৃত করতে অনুষদ অথবা ইনস্টিটিউট সংসদ গঠনের প্রস্তাব করেছে ছাত্র ইউনিয়ন। এ ছাড়াও মোট ১৫টি সংযোজন, বিয়োজন এবং সংশোধনী প্রস্তাব দেয় সংগঠনটি।

রবিবার, ০২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এসব দাবি উপস্থাপন করেন।

প্রস্তাবনা গুলো হলো- (১) নির্দিষ্ট লক্ষ্য ও কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সংসদে সংগঠিত হওয়ার ঘোষণা ও প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্বলিত প্রস্তাব সংযোজন; (২) ডাকসুর অঙ্গিকার সুস্পষ্টভাবে বিবৃত করতে তিনটি লক্ষ্য ও উদ্দেশ্য সংযোজন; (৩) ডাকসুর কার্যাবলি (Functions) অংশে তিনটি সংযোজন; (৪) ডাকসু ও হল সংসদের সভাপতি, কোষাধ্যক্ষসহ সকল পদাধিকারী শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত করতে হবে। পূর্বের বিধি বাতিল করে শিক্ষার্থীদের ভেতর থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করতে হবে; (৫) সভাপতির পদাধিকারীকে বরখাস্ত করা, সংসদ বিলুপ্ত করা, এজেন্ডা অনুমোদন কিংবা বাতিলের মত সভাপতির সকল একনায়কতান্ত্রিক ক্ষমতার বিলোপ; (৬) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক পদের সংস্কার করে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রুপান্তর; (৭) একাডেমিক অ্যাফেয়ার্স ও গবেষণা বিষয়ক সম্পাদক, আবাসন বিষয়ক সম্পাদকসহ ৭টি গুরুত্বপূর্ণ পদ সংযোজন; (৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতভাগ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ডাকসুর কার্যপরিধি একাডেমিক স্তর পর্যন্ত বিস্তৃত করতে অনুষদ/ইনস্টিটিউট সংসদের গঠনের বিধান সংযোজন; (৯) ডাকসুর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে প্রতিনিধি পরিষদ গঠন করা, যেখানে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও অনুষদ/ইনস্টিটিউট সংসদের নির্বাচিত কর্মকর্তারা অংশ নেবেন। এই পরিষদ বার্ষিক সভার মাধ্যমে নির্বাচন কমিটি, গঠনতন্ত্র সংশোধনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে; (১০) হল এবং অনুষদ/ইনস্টিটিউট সংসদের সকল সদস্যদের নিয়ে ঐ সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে হল সাধারণ পরিষদ কিংবা অনুষদ/ইনস্টিটিউট সাধারণ পরিষদের বিধি সংযোজন; (১১) নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, গণতান্ত্রিক পদ্ধতিতে ২ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠনের বিধান সংযোজন। ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের উপধারা সংযোজন; (১২) কর্মকর্তাদের অভিশংসন/অনাস্থা, সংসদ কমিটি বিলুপ্তি ও শূন্যপদ পূরণের গণতান্ত্রিক বিধান সম্বলিত তিনটি পৃথক ধারা সংযোজন; (১৩) মোট শিক্ষার্থীর ১৫% এর আবদনের প্রেক্ষিতে ডাকসুর এখতিয়ারভুক্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আবেদনের প্রেক্ষিতে গণভোট অনুষ্ঠিত করার বিধান সংযোজন; (১৪) গঠনতন্ত্র সংশোধনের বিধান সংস্কার করে একমাত্র বৈধ উপায় হিসেবে নির্দিষ্ট পদ্ধতিতে গণভোট অনুষ্ঠানের বিধান সংযোজন। সিন্ডিকেট কর্তৃক গঠনতন্ত্র সংশোধনের বিধান বাতিল; (১৫) কেন্দ্রীয় নির্বাহ কমিটির বিভিন্ন সম্পাদকের আহ্বানে এবং হল ও অনুষদ/ইনস্টিটিউট সংসদের সম্পাদকদের সাথে সমন্বয়পূর্বক বিভিন্ন উপকমিটি গঠনের বিধান সংযোজন।

উপাচার্য ডাকসুর সভাপতি এবং শিক্ষকদের ভেতর থেকে উপাচার্য কর্তৃক কোষাধ্যক্ষ নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে মাঈন আহমেদ বলেন, “সভাপতি অনুমোদন ব্যতীত কোন সভায় আলোচনা করা যায় না, আর সভাপতি যদি উপাচার্য হয় তাহলে যদি ভবিষ্যতের ডাকসু থেকে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয় যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যায় তাহলেই সেই সিদ্ধান্ত আমরা নিতেই পারব না। কারণ সবার ২৪ ঘণ্টা আগে সভাপতি অনুমোদন প্রয়োজন হবে এবং সভাপতি অনুমোদন না দিলে সে ব্যাপারে আলোচনা হবেই না।”  

তিনি আরও বলেন, “বর্তমান গঠনতন্ত্রে সভাপতি চাইলেই যে কোন সময় সংসদ বিলুপ্ত করতে পারেন, দক্ষিণ নির্বাচন কমিশনের নিয়োগ দেন সভাপতি এবং সময় নির্ধারণ করেন সভাপতি। তাহলে একটি ছাত্রদের সংসদ যেটি ছাত্রদের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের সাথে সমঝোতা করবেন কিন্তু সেই সমঝোতা নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হলে ছাত্র স্বার্থ প্রাধান্য পাবে না স্বাভাবিক।”

অনুষদ/ইনস্টিটিউট-ভিত্তিক সংসদ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক এবং তাদেরকে আলাদাভাবে প্রতিনিধিত্ব করা হয় না। অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় সময় কাটে বিভাগে। বিভাগগুলোর অসংখ্য সমস্যা থাকে যেগুলো ডাকসুর কেন্দ্রীয় কিংবা হল কমিটি সমাধান করতে পারে না। সেজন্য অনুষদ সংসদ নির্বাচনের প্রস্তাবনা তোলা হয়েছে।

শিক্ষার্থীদের আবাসন এবং সুশিক্ষা নিশ্চিত করতে একাডেমিক অ্যাফেয়ার্স এন্ড রিসার্চ এবং আবাসন বিষয়ক সম্পাদক পদসহ সম্পাদকদের নেতৃত্বে উপকমিটি গঠনের বাধ্যতামূলক সংযোজনের দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক বলে জানান ছাত্র ইউনিয়ন নেতারা। তবে তার আগে ডাকসু এবং সিন্ডিকেট সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।

Link copied!