জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উন্মোচন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০১:৫৫ পিএম

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উন্মোচন করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার বহুল আলোচিত ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍`-এর খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় এটি জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত খুব শিগগির জানানো হবে।”

গত বছরের জুলাই মাসে দেশে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাপত্র ঘিরে ব্যাপক আলোচনা চলছিল। তার এক বছর পূর্তির প্রাক্কালে খসড়া ঘোষণাপত্র বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রথম ২১টি দফায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে।

অবশিষ্ট ৫টি দফায় রয়েছে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা। এতে আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন ও রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের দ্রুত বিচার এবং আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতিমুক্ত শোষণহীন সমাজ ও ন্যায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Link copied!