ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমানো এবং আবাসিক হল গুলোতে খাবারের দাম কমানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দ উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন, পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। এ সময় নেতা-কর্মীরা আবেদন ফি কমানো এবং হলগুলোতে খাবারের দাম কমানোর দাবিতে স্লোগানে দেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব,সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় সংসদ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।