শিক্ষা প্রতিষ্ঠান খোলায় যেসব সিদ্ধান্ত নেয়া হল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:১৫ পিএম

শিক্ষা প্রতিষ্ঠান খোলায় যেসব সিদ্ধান্ত নেয়া হল

১২ সেপ্টেম্বরই খুলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। জেনে নিন আর কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

* পঞ্চম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। তবে যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও অন্যান্য কার্যক্রম হয়েছে তাই তাদের কয়েক সপ্তাহ ক্লাস হবে।

* জেএসসি, জেডিসি পরীক্ষা প্রস্তুতি নেয়া থাকবে। অবস্থা পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেয়া হবে পরীক্ষার বিষয়ে।

* কোন ধরনের সমস্যা না হলে প্রতিদিন ক্লাস হবে।

* শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারনে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে তাৎক্ষণিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

* কোথাও কোন ধরনের এসেম্বলি বা পিটি হবে না। তবে নির্দেশনা অনুসারে শারীরিক শিক্ষা ক্লাস চলবে।

* এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শেষ হলে নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস প্রতিদিন হবে।

* ১২ বছরের উর্ধ্বে টিকা প্রদান করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।

* বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে কাজ করা হবে।বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Link copied!