লন্ডনে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নাট্য নির্মাতার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০১:৫৬ এএম

লন্ডনে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নাট্য নির্মাতার মৃত্যু

গোলাম মাবুদ ফুরুক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বেপোরোয়া গাড়ির চাপায় বাংলাদেশি বংশোদ্ভূত নাট্য নির্মাতা গোলাম ফুরুক মাবুদ (৪৬) নিহত হয়েছেন। স্থানীয় (লন্ডন) সময় গত শনিবার রাত ১১টার দিকে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকার লেও স্ট্রিটার রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে আঘাত করে পালিয়ে যায়। এরপর পুলিশের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে রবিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
গোলাম মাবুদ ফুরুক সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। সিলেটি আঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তার নির্মিত নাটকের মধ্যে ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’ অন্যতম। ফুরুক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।
 

Link copied!