আবারও যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা: মারাত্মক আহত ৫ বাংলাদেশি শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১২:১১ পিএম

আবারও যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা: মারাত্মক আহত ৫ বাংলাদেশি শিক্ষার্থী

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গত সপ্তাহেই কানাডার টরন্টোতে মৃত্যুবরণ করেন তিন বাংলাদেশি শিক্ষার্থী। সেই ঘটনার রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  

স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাত জন আহত হন। 

সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন। আহত সাত জনের মধ্যে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। অপর গাড়ির দুজনের অবস্থাও সংকটাপন্ন।

পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিন জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়।  

আহতদের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাংলাদেশিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা।

Link copied!