নিউইয়র্কে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিলেন খালেদ মুহিউদ্দিন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ১০:২৫ এএম

নিউইয়র্কে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিলেন খালেদ মুহিউদ্দিন

নিউইয়র্কে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগদান করেছেন খালেদ মুহিউদ্দিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগদান করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘ঠিকানা’ পরিবারের সঙ্গে তার সম্পৃক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঠিকানা’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন। তিনি জানান, খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ‘ঠিকানা’ সংবাদপত্র পরিবারে যোগদান করেছেন।

মাত্র কয়েকদিন আগেই জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দীন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান এবং বিশেষ টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’র উপস্থাপনা করতেন।

দীর্ঘ সময় ধরে  খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোতে যোগদান করেন। পরবর্তীতে বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ একাধিক গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও খালেদ মুহিউদ্দীন একসময় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছিলেন। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবারও সাংবাদিকতায় ফেরেন।

Link copied!