বাংলাদেশি প্রবাসীদের জন্য খুলল ওমানের শ্রম বাজার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৮:৫৯ পিএম

বাংলাদেশি প্রবাসীদের জন্য খুলল ওমানের শ্রম বাজার

ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আবদুল করিম আল বুলুশির সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশিদের জন্য চিকিৎসক, প্রকৌশলী, সেবিকা (নার্স), শিক্ষকসহ ১২টি ক্যাটাগরিতে শ্রম বাজার উন্মুক্ত করেছে ওমান সরকার।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর ইস্কাটনে মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আবদুল করিম আল বুলুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ওমানের রাষ্ট্রদূত বলেন, “সেখানে থাকা ৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান সরকার। তাদেরকে কোনও জরিমানাও দিতে হবে না।”

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, “দক্ষ জনশক্তি ভিসা পেলে অদক্ষ জনবল নেওয়ার জন্যও ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দেওয়া হবে। ওমানের চাহিদা অনুযায়ী জনশক্তি প্রশিক্ষণের জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারেও আলোচনা হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “শীঘ্রই দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।”

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!