আরো একদিন বাড়তে পারে ২৮তম বৈশ্বিক জলবায়ু সম্মেলন। গত ৩০ নভেম্বর শুরু হয়ে আজ ১২ ডিসেম্বর পর্যন্ত সম্মলনের দিন নির্ধারিত ছিল।
আজ সম্মেলনস্থল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯ টা ৩০ মিনিট আর বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিট পর্যন্ত চুক্তির খসড়া প্রকাশ করা হয়নি। এদিকে অনেক গুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি উন্নত ও উন্নয়নশীল দেশগুলো।
প্রথম খসড়া তৈরি হলে নিজেদের মধ্যে আলোচনা করবে বিভিন্ন বিভিন্ন জোটভুক্ত দেশগুলো। তারপর সকলে একসাথে বসবে। কোন জোটের কোন কোন জায়গায় আপত্তি তা বলবে। তারপর আবার খসড়া তৈরি হবে। তাতে সবাই একমত হলে তা গৃহীত হবে। আপত্তি থাকলে আবার বসতে হবে একসাথে। অবশ্য প্রথম খসড়ায় সবাই একমত হলে আজ সম্মেলন সমাপ্ত হয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী দ্য রিপোর্ট `কে বলেছেন, " প্রথম খসড়া আজকে বা আগামীকাল হয়ে যাবে।
“অভিযোজন, প্রশমন এবং বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্ৰির মধ্যে রাখা- এসব বিষয়ে একমত না হয়ে সম্মেলন শেষ হবে না”, বলেন তিনি।
(মেহেদী আলামিন দুবাই থেকে)