সংগৃহীত ফাইল ছবি
ডেঙ্গু পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই; রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু জ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচেপড়া ভিড়। হাসপাতালগুলোর আসন খালি নেই। ফ্লোর ও করিডরেও ডেঙ্গু রোগীদের ভিড়।
বুধবার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে ২ হাজার ১৪৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৪৯ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৪ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে এক হাজার ৩১৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ২৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ২৩০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৯৪ জন
প্রসঙ্গত, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন।