দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৯১ জন । সে অনুযায়ী এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ২৫৫ জন।
রবিবার ( ১৯ নভেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১ হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন।
নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪৪ জন। তবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এর আগে কোনো বছরই এতো ডেঙ্গু রোগী দেখেনি বাংলাদেশ। ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ডেঙ্গু হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
মহামারীর সময় ২০২০ সালে ১৪০৫ জন হাসপাতালে ভর্তি হয়, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু নিয়ে।
সর্বশেষ ২০২২ সালে ডেঙ্গু কেড়ে নিয়েছিল ২৮১ জনের প্রাণ, সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।
তবে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা আরও বেড়ে চলেছে, সে অনুযায়ী জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৯ দিনে মৃত্যু হয়েছে ২০১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।