ডেঙ্গুতে মৃত্যু তালিকায় প্রতি ছয়জনে একটি শিশু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:৪৯ এএম

ডেঙ্গুতে মৃত্যু তালিকায় প্রতি ছয়জনে একটি শিশু

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে মারা যাওয়া প্রতি ছয়জনে একটি শিশু এবং প্রতি পাঁচজনের তিনজন নারী। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৮২ জন। এর মধ্যে শিশু ১৬৬। সে হিসাব অনুযায়ী ডেঙ্গুতে মারা যাওয়া প্রতি ১০ জনে একটি শিশু।

গত শুক্রবার ‘মানবিক পরিস্থিতি পর্যালোচনা’ শিরোনামে ইউনিসেফের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৬৪৩ জন।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ডেঙ্গুতে বেশি আক্রান্ত হয়েছে পুরুষ। তবে মৃত্যু বেশি হয়েছে নারীর। আক্রান্তের ৬০ শতাংশ পুরুষ। মারা যাওয়াদের মধ্যে ৫৭ শতাংশ নারী। মারা যাওয়াদের প্রতি ছয়জনের একটি শিশু।

এই প্রতিবেদনে শুধু হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সরকারের তথ্যের বাইরে ১০ গুণের বেশি মানুষ এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর আপডেটে রোহিঙ্গাদের তথ্য দেয়া হয় না। তবে ইউনিসেফের প্রতিবেদনে আলাদাভাবে রোহিঙ্গাদের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারে ৪ হাজার ৬২ জন বাংলাদেশি এবং ১৩ হাজার ৪০৭ রোহিঙ্গা আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় একজন ও ঢাকার বাইরে তিনজন।  সারাদেশে আরও ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন ও ঢাকার বাইরে ৭১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

Link copied!