অ্যালঝাইমার্স রোগীদের জন্য সুখবর

লাইফস্টাইল প্রতিবেদক

জুন ৮, ২০২১, ১১:৫০ পিএম

অ্যালঝাইমার্স রোগীদের জন্য সুখবর

স্মৃতিভ্রমের সবচেয়ে সাধারণ রূপ অ্যালঝাইমার্স রোগে আক্রান্তদের জন্য একটি নুতন ওষুধ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। অ্যালঝাইমার্স রোগীদের জন্য সুখবর দেওয়া এই ওষুধের নাম আড্যুহেল্ম। যুক্তরাষ্ট্রে সোমবার (৮ জুন) এই ওষুধ ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

অ্যালঝাইমার্স একটি বিশেষ ধরনের দুরারোগ্য স্নায়ু রোগ যা ধিরে ধিরে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা, চিন্তাশক্তি এবং স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। সাধারণত ৬৫ বা তারও বেশি বয়সের পর থেকে এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বিশেষত ষাটের ওপরে যাদের বয়স, তাঁদের এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অ্যালঝাইমার্স এর প্রাথমিক পর্যায়ে রোগী ছোটখাটো জিনিস ভুলে যেতে থাকেন। ক্রমাগত স্মৃতিশক্তির হ্রাস পাওয়ার ফলে রোগী পুরোনো ঘটনা, অভিজ্ঞতা, পরিবার বা বন্ধুবান্ধবদের ভুলে যেতে থাকেন। এই রোগে আক্রান্ত ব্যক্তি ঋতু, মাস বা বার মনে রাখতে পারেন না। অনেক সময় তিনি চেনা লোকজনদের ভুলে যান বা পরিচিত এলাকায় হারিয়ে যান। দুশ্চিন্তা, অনিদ্রা, অবসাদ ও মেজাজের তারতম্য দেখা দেয়। ব্যক্তি নিজের আশেপাশের লোকজনদেরও অবিশ্বাস করতে শুরু করেন এবং সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন।

অ্যালঝাইমার্সের চিকিৎসায় অনেক দিন ধরেই এমন ওষুধ তৈরির চেষ্টা চলছিল। আড্যুহেল্মের মতো কোনও ওষুধ এর আগে তৈরি হয়নি। অ্যালঝাইমার্সের জন্য ওষুধ শেষ বেরিয়েছিল ২০০৩ সালে। এর আগেও যেসব ওষুধ বেরিয়েছে, সবই ওই অসুখের উপসর্গের উপরে নির্ভর করে বানানো। সেসব উপসর্গ নিয়ন্ত্রণে রাখাই মূলত ছিল উদ্দেশ্য। কিন্তু এই অসুস্থতার কারণ কী? কীসের থেকে এ সব উপসর্গ দেখা দেয়? তার কোনও চিকিৎসা সেভাবে ছিল না।নতুন আবিষ্কৃত ওষুধ আড্যুহেল্ম তা করবে বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা।

মস্তিষ্কে অতিরিক্ত প্রোটিন জমাট বাঁধলে তার থেকে অ্যালঝাইমার্স ডিজিজ হয় বলে অনেকে  মনে করেন। এর জেরে বয়স বাড়ার সঙ্গে কমতে থাকে প্রতিরোধশক্তি। ধীরে ধীরে চলে যেতে থাকে স্মৃতিশক্তি। এই সকল রোগীকে অ্যান্টিবডির জোগান দেওয়া গেলে সুবিধা হতে পারে বলে অনেক চিকিৎসকরা মত দিয়েছেন। আড্যুহেল্ম সেই কাজ করতে সক্ষম বলে জানানো হয়েছে।

যে ক’জন রোগীর শরীরে এই ওষুধ ব্যবহার করা হয়েছিল, তাঁদের সকলের উপরে একভাবে কাজ করেনি আড্যুহেল্ম । তবে সকলের ক্ষেত্রেই এই ওষুধ জমাট বাঁধা প্রোটিনের মাত্রা কিছুটা কমাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র : আনন্দবাজার

Link copied!