এখনও থামেনি ডেঙ্গুর চোখ রাঙানি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:৫৬ এএম

এখনও থামেনি ডেঙ্গুর চোখ রাঙানি

এডিস মশার কামড়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও তার চোখ রাঙানি এখনও থামেনি।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে দুই জন এবং অন্য বিভাগে একজন রোগী ভর্তি আছেন।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালেই রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯। আর আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। তবে ২০২০ সালে করোনা মহামারির প্রকোপের মধ্যে ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রিত ছিল। ওই বছর এ সরকারি হিসাবে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

Link copied!