গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩, ২০২২, ১০:৫০ পিএম

গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট

গর্ভপাতের আইনগত অধিকার হারাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নারীরা। দেশটির সুপ্রিম কোর্ট শিগগিরিই এ সংক্রান্ত একটি আদেশ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সুপ্রিম কোর্টে এমন একটি আদেশ ড্রাফট অবস্থায় রয়েছে বলে খবর বেরিয়েছে। বিষয়টি ফাঁস হয়ে যাবার পর ডেমোক্রেট পার্টির সমর্থক ছাড়াও গর্ভপাতের পক্ষের ও বিপক্ষের দুই দলই ওয়াশিংটন ডিসির আদালত প্রাঙ্গণের সামনে বিক্ষোভ করেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্রেট ন্যান্সি পেলোসি এবং চক শুমার এক যৌথ বিবৃতিতে বলেছেন, যদি এমন কোন আদেশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়, তা মার্কিনীদের স্বাধীনতা সীমাবদ্ধ করে দেবে। যদিও গর্ভপাত বিরোধি একটি পক্ষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।   

মার্কিন সুপ্রিম কোর্টের ফাঁস হওয়া ওই ডকুমেন্ট থেকে জানা গেছে, ১৯৭৩ সালের একটি আদেশ বাতিলের কথা ভাবা হচ্ছে। আদেশটি বাতিল হলে যুক্তরাষ্ট্রের প্রায় ২২টি রাজ্যে নারীরা গর্ভপাতের আইনগত অধিকার হারাবেন। আগামী জুন অথবা জুলাইয়ের শুরুর দিকে এ বিষয়ে আদেশ জারি হতে পারে। লিক হওয়া প্রথম ডকুমেন্ট থেকে জানা গেছে, বিচারপতি স্যামুয়েল আলিতোর লেখা একটি রায়ে এ বিধিনিষেধের কথা বলা হয়েছে। যেখানে অধিকাংশ বিচারকের মতামত রয়েছে। যদিও এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট এবং হোয়াইট হাউজের কোন বক্তব্য জানা যায়নি।    

 

 

Link copied!