বুস্টার ডোজে এখন থেকে মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২২, ০৬:৩৭ পিএম

বুস্টার ডোজে এখন থেকে মডার্নার টিকা

সংক্রমণ মোকাবিলায় করোনাভাইরাস প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে এখন থেকে মডার্নার টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফাইজার ভ্যাকসিন শুধুমাত্র ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুটি ডোজের জন্যই সংরক্ষণ করা হবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রথম ডোজ হিসেবে ফাইজার টিকা পেয়েছে, তাদেরকেও দ্বিতীয় ডোজেও ফাইজারের ভ্যাকসিন দেয়া হবে।

সারা দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি কলেজের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যার হাসপাতাল, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিক্যাল অফিসারদের এ নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!