যারা টিকা নেননি তাদেরই মৃত্যু বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:০১ পিএম

যারা টিকা নেননি তাদেরই মৃত্যু বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের ৭৩ ভাগই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা টিকা নিচ্ছেন না তাদেরই মৃত্যু বেশি হচ্ছে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত 

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র আরও বলেন, “গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। বছরের প্রথম মাসে করোনায় ৩২২ জন মারা গেছেন।”

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আরও বলেন, “বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের উপধরন (সাব-ভ্যারিয়েন্টে) ধরা পরেছে। এ সাব-ভ্যারিয়েন্ট বেশি ছড়ায়। তাই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। সবাইকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, “গত মাসে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। কাজেই সংখ্যার বিচারে রোগী অনেক বেড়েছে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের  ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

Link copied!