যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৩০ লাখ ডোজ আজ (১৯ জুলাই) আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেছে, মডার্নার এসব টিকাবাহী একটি ফ্লাইট সোমবার (১৯ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।তবে ফ্লাইট শিডিউল বদলের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব টিকা আসবে।
বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আওতায় বাংলাদেশকে কোভ্যাক্সের এসব টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এনিয়ে জো বাইডেন প্রশাসন কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে।
কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের জন্য বরাদ্দ হওয়া তিন কোটি ডোজ টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ।
গত ২২ জুন হোয়াইট হাউস কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ঘোষণা করে। এছাড়া, বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে।
এর আগে, গত ৩ জুন আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন। ওই ঘোষণায় এশিয়ার বেশ কয়েকটি দেশের জন্য ৭০ লাখ ডোজ টিকা বরাদ্দের কথা বলা হয়। এশিয়ার যেসব দেশ ওই টিকা পাবে তার তালিকায়ও বাংলাদেশকে রাখে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র তার মজুত থেকে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত টিকা বিভিন্ন দেশে সরবরাহ করবে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকাও এই তালিকায় অন্তর্ভুক্ত করবে বাইডেন সরকার।