স্বাস্থ্যকর্মীদের দিয়েই রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০১:৩৪ পিএম

স্বাস্থ্যকর্মীদের দিয়েই রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ

ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনাভাইরাসের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ডা. আবু হোসেন বলেন, “রবিবার (১৯ ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে এবং পরে বয়স্কদের দেওয়া হবে।”

ঢাকা জেলার সিভিল সার্জন আরও বলেন, “যেকোনো টিকার ক্ষেত্রেই শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি। বুস্টার ডোজের ক্ষেত্রেও এমনটাই হবে।”

বয়স্কদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন বিবেচনায় রাখা হবে জানিয়ে ডা. আবু হোসেন বলেন, “প্রাথমিকভাবে খুব সীমিত আকারে এটা শুরু করা হবে। তবে পরে ব্যাপক আকারে শুরু হয়ে যাবে। আশা করি টিকার যে সরবরাহ রয়েছে, এতে কোনো ঘাটতি হবে না।

বুস্টার ডোজের ঘোষণা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে জানিয়ে ঢাকা জেলার সিভিল সার্জন আরও বলেন, “ একটি হলো সক্ষমতা এবং আমাদের টিকার পর্যাপ্ত সরবরাহ। আমরা প্রথমে একটি ডোজ দিয়ে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, এরপর আমরা সরবরাহ বাড়িয়ে দ্বিতীয় ডোজ নিয়ে কাজ করেছি। এখন আমাদের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে আছে বলে তাই সরকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ।” এসময় তিনি বলেন, “যারা বয়স্ক, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারীর যোদ্ধা আছেন, তাদেরকে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাল থেকে দেওয়া শুরু করব।”

এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ট্রায়ালে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হবে জানান।

Link copied!